কভিডে মৃত্যুহীন ১৫ দিন, শনাক্ত ১৯

নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় কভিড সংক্রমিত হয়ে কেউ মারা যাননি। এতে টানা ১৫ দিন দেশে করোনায় কেউ মারা যাননি। এর ফলে ভাইরাসটিতে মৃতের সংখ্যা রয়েছে আগের মতোই ২৯ হাজার ১২৭ জন। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯ জন কভিডে সংক্রমিত হয়েছেন। তার আগের দিন ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ৪ জনের। সেই হিসাবে শনাক্ত বেড়েছে। এ নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫২ হাজার ৭৬৬।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৪৫৬টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৪৫৫টি। এ নিয়ে এখন পর্যন্ত ১ কোটি ৪০ লাখ ৪ হাজার ৫৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ০ দশমিক ৫৫ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৯৪ শতাংশ। এদিন আরও ২৫৮ জন করোনা থেকে সুস্থ হয়েছেন বলে জানিয়েছে অধিদপ্তর। এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হলেন ১৮ লাখ ৯৭ হাজার ৪৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।