Print Date & Time : 7 September 2025 Sunday 4:01 am

কভিডে মৃত্যু, গুরুতর অসুস্থতা কমার দাবি চীনের

শেয়ার বিজ ডেস্ক: চীনে কভিডে আক্রান্ত গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা চলতি মাসের প্রথম দিকের সর্বোচ্চ পর্যায় থেকে ৭২ শতাংশ এবং হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে দৈনিক মৃত্যুর সংখ্যা ৭৯ শতাংশ কমেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। খবর: রয়টার্স।

চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) তাদের ওয়েবসাইটে এসব পরিসংখ্যান প্রকাশ করেছে।

চীনের ১৪০ কোটি জনসংখ্যার ৮০ শতাংশ এরই মধ্যে কভিডে সংক্রমিত হয়েছেÑচীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের নেতৃস্থানীয় সংক্রামক রোগ বিশেষজ্ঞ উ জুনিউ এমনটি জানানোর পর কর্তৃপক্ষ এসব তথ্য প্রকাশ করে।

তিন বছর পর ডিসেম্বরের প্রথম দিকে চীন তাদের কঠোর জিরো কভিড নীতি থেকে হঠাৎ সরে আসার পর বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটিতে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। যদিও কর্মকর্তারা বলছেন সংক্রমণ শীর্ষে পৌঁছেছে, কিন্তু চান্দ্র নববর্ষের ছুটির দিনগুলোয় লাখ লাখ চীনা নাগরিক গ্রামে ফিরে পরিবারগুলোর সঙ্গে মিলিত হওয়ার পর গ্রামাঞ্চলে সংক্রমণ বাড়তে পারে বলে সতর্ক করেছিলেন কিছু বিশেষজ্ঞ।

সিডিসি জানিয়েছে, চীনে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা ৪ জানুয়ারি শীর্ষে পৌঁছে এক লাখ ২৮ হাজারে দাঁড়িয়েছিল। তার পর থেকে কমতে কমতে ২৩ জানুয়ারি ৩৬ হাজারে এসে দাঁড়িয়েছে। ৪ জানুয়ারি হাসপাতালগুলোয় মারা যাওয়া দৈনিক রোগীর সংখ্যা চার হাজার ২৭৩ জন ছিল, যা নামতে নামতে ২৩ জানুয়ারি ৮৯৬ জনে দাঁড়ায়।

জ্বর নিয়ে ক্লিনিকগুলোয় হাজির হওয়া রোগীর সংখ্যা ২২ ডিসেম্বরের সর্বোচ্চ ২৮ লাখ ৬৭ হাজার থেকে ২৩ জানুয়ারি এক লাখ ১০ হাজারে নেমেছে। গত বছরের ২২ ডিসেম্বর সংক্রমিত লোকের সংখ্যা ও জ্বর নিয়ে বহির্বিভাগে পরামর্শের জন্য আসা রোগীর সংখ্যা শীর্ষে পৌঁছেছিল। তখন নতুন সংক্রমণের সংখ্যা দৈনিক ৭০ লাখের বেশি ছিল এবং জ্বর নিয়ে বহির্বিভাগে আসা রোগীর সংখ্যা শীর্ষে পৌঁছে ২৮ লাখ ৬৭ হাজার হয়েছিল।

চীন কঠোর জিরো-কভিড নীতি রদ করার পর থেকে হাসপাতালগুলোয় কভিড আক্রান্ত প্রায় ৬০ হাজার লোকের মৃত্যু হয়েছে বলে ১২ জানুয়ারি কর্তৃপক্ষ ঘোষণা করেছিল; কিন্তু এ সংখ্যা আরও বেশি হবে বলে ধারণা কিছু বিশেষজ্ঞের।