Print Date & Time : 15 September 2025 Monday 2:46 pm

কভিডে মৃত্যু ছাড়াল ২৮ হাজার

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে গত এক দিনে (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তার আগের দিনও ছয়জন মারা গিয়েছিলেন। এ নিয়ে কভিডে মোট মারা গেলেন ২৮ হাজার একজন।

একই সময় নতুন করে কভিড রোগী শনাক্ত হয়েছেন ১৯৭ জন। তার আগের দিন শনাক্ত রোগী ছিল ১৭৬ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা হয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৪৪৩।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো কভিড-বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সবশেষ মৃতদের মধ্যে আছেন দুই পুরুষ ও চার নারী। তাদের মধ্যে ঢাকায় পাঁচজন ও ময়মনসিংহে একজন মারা গেছেন। বাকি বিভাগগুলোয় মৃত্যু নেই।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের জন্য ১৯ হাজার ৪৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় ১৯ হাজার ১৩২ জনের নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার এক দশমিক শূন্য তিন শতাংশ।

এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন ২২৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪২ হাজার ২৭৪ জন।