Print Date & Time : 6 September 2025 Saturday 12:09 am

কভিডে মৃত্যু ছাড়াল ৫০ লাখ

শেয়ার বিজ ডেস্ক: বিশ্বজুড়ে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। যদিও সংক্রমণ ও মৃত্যুহার আগের তুলনায় কমছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে সাত হাজারের বেশি মানুষ। এ নিয়ে মোট মৃত্যু ছাড়াল ৫০ লাখ। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে চার লাখ ৬৬ হাজার। এ নিয়ে মোট সংক্রমণ ছাড়াল ২৪ কোটি ৬৭ লাখ। খবর: এএফপি।

গতকাল শনিবার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন সাত হাজার ৫৮০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে দুই শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫০ লাখ তিন হাজার ৯৩৪ জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন চার লাখ ৬৬ হাজার ৪০৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় আট হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ কোটি ৬৭ লাখ ২৪ হাজার ৬০১ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে কভিডে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রে। এ সময়ের মধ্যে দেশটিতে নতুন করে কভিডে আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ৮৯৮ জন এবং মারা গেছেন এক হাজার ৫৫৫ জন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত চার কোটি ৬৭ লাখ ৭০ হাজার ২৬৯ জন কভিডে আক্রান্ত হয়েছেন এবং সাত লাখ ৬৫ হাজার ৭২২ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম কভিডে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) কভিডকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।