Print Date & Time : 28 August 2025 Thursday 10:21 pm

কভিডে মৃত্যু ছাড়াল ৬২ লাখ

শেয়ার বিজ ডেস্ক: বিশ্বে এখন পর্যন্ত কভিডে মৃত্যু হয়েছে ৬২ লাখ ১ হাজার ৭৯৬ জনের। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৪৯ কোটি ৮৫ লাখ ৭০ হাজার ৯ জন। মোট সুস্থ হয়েছে ৪৪ কোটি ৩ লাখ ৫ হাজার ১৩০ জন।

গতকাল কভিডে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস আরও জানায়, কভিডে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় এখনও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত) ১৫ হাজার ৫৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় মারা গেছেন ১৫৫ জন। এ নিয়ে দেশটিতে মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ কোটি ২০ লাখ ৫৩ হাজার ২৪২ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ১২ হাজার ১৩১ জন। এছাড়া দেশটির মোট ৭ কোটি ২৫ লাখ ৮২ হাজার ৯০৬ জন সুস্থ হয়েছেন।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় দক্ষিণ কোরিয়ায় সর্বোচ্চ ৩৩৮ জনের মৃত্যু হয়েছে। এদিন রাশিয়ায় মারা গেছেন ২৮৮, ব্রাজিলে ৮৮, ইতালিতে ১১২, জার্মানিতে ১০৭ ও ভারতে নয়জন।

তাদের নিয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় দুই হাজার ২১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ১৮ হাজার ২১৮ জন। সুস্থ হয়েছেন ৮ লাখ ৭২ হাজার ২১৪ জন।