Print Date & Time : 14 September 2025 Sunday 12:01 pm

কভিডে মৃত্যু ১, শনাক্ত ৬১

নিজস্ব প্রতিবেদক: কভিড আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। তার আগের চার দিন কারও মৃত্যু ছিল না। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৬১ জন। তার আগের দিন ৫৬ জন শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (৩ এপ্রিল সকাল ৮টা থেকে ৪ এপ্রিল সকাল ৮টা) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন যিনি, তিনি একজন নারী। তার বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। তিনি চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। তার মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে। দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট মারা গেছেন ২৯ হাজার ১২৩ জন। শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫১ হাজার ৮৩১ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৭৮ শতাংশ। যা আগের দিন ছিল শূন্য দশমিক ৭৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৪২ জন। তাদের নিয়ে দেশে করোনায় মোট সুস্থ হলেন ১৮ লাখ ৮৪ হাজার ৩৫২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে সাত হাজার ৭৭৮টি। নমুনা পরীক্ষা হয়েছে সাত হাজার ৭৮৭টি।

এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৬৬১টি। সরকারি ব্যবস্থাপনায় ৯১ লাখ ৮৭ হাজার ২৭টি, বেসরকারিতে ৪৬ লাখ ৬৫ হাজার ৬৩৪টি। দেশে এখন পর্যন্ত করোনায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৫৪ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।