কভিডে মৃত্যু ২, শনাক্ত হার প্রায় ৯ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: দেশে কভিডে প্রতিদিনই নতুন রোগী ও শনাক্ত হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় কভিডে মারা গেছেন দুজন। আর নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৪৫৮ জন। এ সময়ে শনাক্তের হার আট দশমিক ৯৭ শতাংশ। তার আগের ২৪ ঘণ্টায় শনাক্ত রোগী ছিল দুই হাজার ২৩১ জন এবং শনাক্তের হার ছিল আট দশমিক ৫৩ শতাংশ। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

নতুন করে শনাক্ত হওয়া দুই হাজার ৪৫৮ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত শনাক্ত হলেন ১৫ লাখ ৯৮ হাজার ৩৮৯ জন। আর মারা যাওয়া দুজনকে নিয়ে মোট ২৮ হাজার ১০৭ জন মারা গেলেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৭৪ জন। তাদের নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৫১ হাজার ৩৮৭ জন।

গত ২৪ ঘণ্টায় কভিডের নমুনা সংগৃহীত হয়েছে ২৭ হাজার ৭০৯টি, আর নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৩৯৯টি। দেশে এখন পর্যন্ত কভিডের মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ১৭ লাখ ২৫ হাজার ৩৩৭টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৮১ লাখ ছয় হাজার ৪৪টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৬ লাখ ১৯ হাজার ২৯৩টি।

দেশে এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ছয় শতাংশ এবং মৃত্যুহার এক দশমিক ৭৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত দুজনই পুরুষ। তাদের নিয়ে দেশে এখন পর্যন্ত কভিডে আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৯৭৫ জন এবং নারী ১০ হাজার ১৩২ জন। মারা যাওয়া দুজনের বয়সই ৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্যে। তারা চট্টগ্রাম এবং খুলনা বিভাগের বাসিন্দা এবং দুজনই মারা গেছেন সরকারি হাসপাতালে।