কভিডে শনাক্ত ১৬৭, মৃত্যু ৩

নিজস্ব প্রতিবেদক: কভিড সংক্রমণ কমার মধ্যে গত এক দিনে সারাদেশে ১৬৭ নতুন রোগী শনাক্ত হয়েছেন; মৃত্যু হয়েছে তিনজনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ২৯৩টি নমুনা পরীক্ষা করে এই ১৭৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৮৯ শতাংশে। আগের দিন এই হার ছিল ৩ দশমিক ৮৫ শতাংশ। নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১০ হাজার ৪৯০ জন হয়েছে। তাদের মধ্যে মোট ২৯ হাজার ৩১৯ জনের মৃত্যু রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ২৩৫ জন কভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫৪ হাজার ৫৮৫ জন।

২৪ ঘণ্টায় মৃত তিনজনের মধ্যে একজন পুরুষ এবং দুজন নারী রয়েছেন। মৃত তিনজনের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন ও ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন রয়েছেন। মৃত তিনজনের মধ্যে রয়েছেনÑঢাকা বিভাগের একজন, চট্টগ্রাম বিভাগের একজন এবং সিলেট বিভাগের একজন। এদের মধ্যে সরকারি হাসপাতালে দুজন এবং বেসরকারি হাসপাতালে একজন মারা যান। 

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১৫ জন এবং আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৩১ জন। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন চার লাখ ৫০ হাজার ৫৫ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ১৯ হাজার ৫২৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৩০ হাজার ৫২৮ জন।