Print Date & Time : 27 July 2025 Sunday 11:59 pm

কভিডে শনাক্ত ২৬, ২৫ জনই ঢাকার

নিজস্ব প্রতিবেদক: দেশে গত এক দিনে ২৬ জনের শরীরে কভিড সংক্রমণ ধরা পড়েছে, যাদের ২৫ জনই ঢাকা জেলার বাসিন্দা। বাকি একজন নতুন রোগী শনাক্ত হয়েছে পাবনা জেলায়। দেশের বাকি ৬২ জেলায় কারও সংক্রমণ ধরা পড়েনি। এক দিনে কভিডে মৃত্যু হয়েছে একজনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭০৬টি নমুনা পরীক্ষা করে ওই ২৬ জন নতুন রোগী শনাক্ত হয়। তাতে দিনে শনাক্তের হার সামান্য বেড়ে হয়েছে ০ দশমিক ৯৬ শতাংশ। আগের দিন এই হার ছিল ০ দশমিক ৬৮ শতাংশ।

গত এক দিনে পঞ্চাশোর্ধ যে পুরুষের মৃত্যু হয়েছে, তিনি ছিলেন সিলেট বিভাগের বাসিন্দা। একটি সরকারি হাসপাতালে ভর্তি অবস্থায় তার মৃত্যু হয়। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৬ হাজার ৬৬৩ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৪৩৫ জন।

গত ২৪ ঘণ্টায় আরও ৭১ জন কভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮৬ হাজার ১৭৮ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ আগস্ট ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারির মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।