Print Date & Time : 5 September 2025 Friday 11:21 pm

কভিডে শনাক্ত ২৯ রোগীর ২৩ জনই ঢাকার

নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যাদের ২৩ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। বাকি ছয়জনের মধ্যে দুজন করে মোট চারজন ময়মনসিংহ ও চট্টগ্রাম জেলার এবং একজন করে কক্সবাজার ও কুষ্টিয়া জেলার।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল শুক্রবার সকাল পর্যন্ত এক দিনে চার হাজার ৮২৯ জনের নমুনা পরীক্ষা করে এই ২৯ নতুন রোগী শনাক্ত হয়েছেন। এর আগের দিন কভিডে ২২ জন শনাক্ত হয়েছিলেন। তাতে নমুনা

পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৬০ শতাংশ। আগের দিন এই হার শূন্য দশমিক ৪২ শতাংশ ছিল। নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৫৯২ জন।

গত ২৪ ঘণ্টায় কভিডে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর আসেনি। ফলে মৃত্যুর মোট সংখ্যা আগের মতোই ২৯ হাজার ১৩১ রয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ১৯৫ কভিড রোগী। তাদের নিয়ে ১৯ লাখ তিন হাজার ৫৮০ জন সেরে উঠলেন। মহামারির মধ্যে সার্বিক শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮২ শতাংশ। আর মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।