Print Date & Time : 31 August 2025 Sunday 4:08 pm

কভিডে শনাক্ত ৩১৩, মৃত্যু একজনের

নিজস্ব প্রতিবেদক: দেশে টানা দ্বিতীয় দিনের মতো তিনশর বেশি কভিড রোগী শনাক্ত হয়েছে; করোনাভাইরাসে মারা গেছেন আরও একজন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৬২টি নমুনা পরীক্ষা করে ৩১৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৭১ শতাংশ।

এক মাস পর সোমবার এক দিনে ৩৩৩ বেশি কভিড রোগী শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৬ দশমিক ৬৮ শতাংশ ছিল। নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১৩ হাজার ৪০৭ জন হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ৩২৯ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১৯৭ জন কভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫৭ হাজার ৬৫৫ জন। গত এক দিনে যে ৩৩৩ জন রোগী শনাক্তের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর তাদের মধ্যে ২৭৫ জনই ঢাকা বিভাগের। গত এক দিনে দেশের ৩৭টি জেলায় কোনো নতুন রোগী শনাক্ত হয়নি।