Print Date & Time : 10 July 2025 Thursday 11:47 pm

কভিডে শনাক্ত ৩২ জনের ২৬ জনই ঢাকার

নিজস্ব প্রতিবেদক: দেশে গত এক দিনে আরও ৩২ জনের শরীরে কভিড সংক্রমণ ধরা পড়েছে, যাদের ২৬ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় কভিড আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর আসেনি। ফলে এ নিয়ে টানা ২৭ দিন কভিডে মৃত্যুহীন থাকল বাংলাদেশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল সকাল পর্যন্ত এক দিনে ৪ হাজার ২৯০ জনের নমুনা পরীক্ষা করে এই ৩২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৫ শতাংশ। আগের দিন এই হার শূন্য দশমিক ৭৭ শতাংশ ছিল।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৮১ জন। মৃতের মোট সংখ্যা আগের মতোই ২৯ হাজার ১২৭ জন রয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ২৫৮ জন কভিড রোগী। তাদের নিয়ে ১৮ লাখ ৯৯ হাজার ৮৯৭ জন সেরে উঠলেন। এই হিসাবে দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ২৪ হাজার ৫৭ জন। অর্থাৎ তারা কভিডে আক্রান্ত হওয়ার পর এখনও সুস্থ হননি।

গত এক দিনে শনাক্ত ৩২ জন নতুন রোগীর মধ্যে ২৬ জন ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে নারায়ণগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল, চট্টগ্রাম, ঠাকুরগাঁও ও সিলেটের একজন করে রয়েছেন। মহামারির মধ্যে সার্বিক শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮৯ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।