Print Date & Time : 6 September 2025 Saturday 3:34 pm

কভিডে শনাক্ত ৩৪

নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় কভিডে কেউ মারা যাননি। এ সময় শনাক্ত হয়েছেন ৩৪ জন। এ পর্যন্ত দেশে করোনায় মোট মারা গেছেন ২৯ হাজার ১৩১ জন। মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ৬৫৭ জন।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৭৯ শতাংশ। এদিন সুস্থ হয়েছেন ১২৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩ হাজার ৮৭৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৩৬৪টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৩১৭টি। এ পর্যন্ত মোট এক কোটি ৪১ লাখ ৪৬ হাজার ৩৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় শূন্য দশমিক ৭৯ শতাংশ এবং এ পর্যন্ত ১৩ দশমিক ৮১ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ৪৫ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৯ শতাংশ।