Print Date & Time : 7 September 2025 Sunday 5:19 pm

কভিডে শনাক্ত ৩৬৩, মৃত্যু ২ জনের

নিজস্ব প্রতিবেদক: দৈনিক শনাক্ত কভিড রোগীর সংখ্যা চার দিন পর চারশর নিচে নামলেও নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ফের ১০ শতাংশের উপরে উঠে গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৪০টি নমুনা পরীক্ষা করে ৩৬৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, মারা গেছেন আরও দুইজন।

তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে হয়েছে ১০ দশমিক ৮৭ শতাংশ। আগের দিন এই হার ৮ দশমিক ৯০ শতাংশ ছিল। দেড় মাস পর গত সোমবার শনাক্ত রোগীর সংখ্যা আবার ৪০০ ছাড়ায়; মোট ৪২১ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে সেদিন। এরপর মঙ্গলবার ৪৩৫ জন, বুধবার ৪০২ জন এবং ৪৩৮ জন নতুন কভিড শনাক্তের খবর আসে।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১৬ হাজার ৯৪৬ জন হয়েছে। তাদের মধ্যে মোট ২৯ হাজার ৩৩৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২৬০ জন কভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৬০ হাজার ৭৪৭ জন।

গত এক দিনে যে ৩৬৩ জন রোগী শনাক্তের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, তাদের মধ্যে ২৬৮ জন ঢাকা জেলার। দেশের ৩২ জেলায় এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়নি। যে দুজন মারা গেছেন, তারা ছিলেন ঢাকা ও গাজীপুরের বাসিন্দা। একজনের বয়স ছিল ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, অন্যজন সত্তরোর্ধ্ব।