Print Date & Time : 11 September 2025 Thursday 10:35 pm

কভিডে শনাক্ত ৪০ জনের ৩৪ জনই ঢাকার

নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় কভিডে কেউ মারা যাননি, তবে শনাক্ত হয়েছেন ৪০ জন। গত শনিবার এই সংখ্যা ছিল ২৮। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৭৯ শতাংশ। এ পর্যন্ত দেশে করোনায় মোট মারা গেছেন ২৯ হাজার ১৩০ জন এবং মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ৪৪৭ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

নতুন শনাক্ত ৪০ রোগীর মধ্যে ৩৪ জনই ঢাকা জেলার বাসিন্দা। এছাড়া সিলেটে দুজন, ময়মনসিংহে দুজন, টাঙ্গাইলে একজন এবং কক্সবাজারে একজন রোগী ধরা পড়েছে। গতকাল সুস্থ হয়েছেন ২১৫ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ২ হাজার ৪২২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ৯৩টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৫৫টি। এখনও পর্যন্ত মোট ১ কোটি ৪১ লাখ ১২ হাজার ৯০২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ০ দশমিক ৭৯ শতাংশ এবং এ পর্যন্ত মোট ১৩ দশমিক ৮৪ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৭ দশমিক ৩৯ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৯ শতাংশ।