কভিডে সাতজনের মৃত্যু, শনাক্ত ৩০৫

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত) কভিডে মারা গেছেন সাতজন। আগের দিন ছয়জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩০৫ জন, যা আগের দিন ছিল ২৯৪ জন।

গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার এক দশমিক ৭১ শতাংশ, যা আগের দিন ছিল এক দশমিক ৫০ শতাংশ। সে হিসেবে গত ২৪ ঘণ্টায় কভিডে আক্রান্ত হয়ে মৃত্যু ও নতুন শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বেড়েছে। বেড়েছে শনাক্তের হারও।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের কভিডবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন সাতজনসহ দেশে এখন পর্যন্ত কভিডে মারা গেলেন ২৭ হাজার ৮৫৪ জন এবং নতুন শনাক্ত হওয়া ৩০৫ জনসহ মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৬৯ হাজার ১৬২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৭১ জন, তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩২ হাজার ৯৬৬ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১৭ হাজার ৬০৫টি, আর পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৮১১টি। দেশে এখন পর্যন্ত কভিডের নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি তিন লাখ ১৯ হাজার ৪০৪টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয় ৭৫ লাখ ৯ হাজার ৩৪৩টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৮ লাখ ১০ হাজার ৬১টি।

দেশে এখন পর্যন্ত কভিডে রোগী শনাক্তের হার ১৫ দশমিক ২১ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৬৯ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৭৮ শতাংশ।

মারা যাওয়া সাতজনের মধ্যে পুরুষ চারজন এবং নারী তিনজন। দেশে এখন পর্যন্ত কভিডে আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৮৩৪ জন এবং নারী ১০ হাজার ২০ জন।

২৪ ঘণ্টায় ১০০ বছরের ঊর্ধ্বে মারা গেছেন একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন। মৃত সাতজনের মধ্যে তিনজনই ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে মারা গেছেন একজন করে। এরা সবাই সরকারি হাসপাতালে মারা গেছেন।