নিজস্ব প্রতিবেদক: দেশে গত এক দিনে ৪৪৬ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ৭ জনের। গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে প্রায় ২০ হাজার নমুনা পরীক্ষা করে এই নতুন রোগীদের শনাক্ত করা হয়েছে। তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার হয়েছে ২ দশমিক ২৩ শতাংশ, যা আগের দিন ২ দশমিক ১৮ শতাংশ ছিল।
নতুন রোগীদের নিয়ে দেশে দুই বছরে ১৯ লাখ ৪৮ হাজার ১৪৮ জন কভিড রোগী শনাক্ত হলো। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৯৬ জনের। সরকারি হিসাবে এই সময়ে সেরে উঠেছেন ৩ হাজার ৬২ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৪৯ হাজার ৯৪৬ জন সুস্থ হয়ে উঠলেন।
গত এক দিনে শনাক্ত রোগীদের মধ্যে ৩৪৭ জনই ঢাকা বিভাগের বাসিন্দা, যা মোট আক্রান্তের প্রায় ৭৮ শতাংশ। যে ৭ জনের মৃত্যু
হয়েছে, তাদের মধ্যে পাঁচজন পুরুষ এবং দু’জন নারী। তাদের মধ্যে ছয়জন ঢাকা বিভাগের বাসিন্দা, আরেকজন সিলেটের।
তাদের মধ্যে পাঁচজনের বয়স ছিল ৬০ বছরের বেশি, একজনের বয়স ছিল ৫১ থেকে ৬০ বছর আর একজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে।