Print Date & Time : 27 July 2025 Sunday 12:20 pm

কভিডে ২২ রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : দেশে এক দিনে (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায়) আরও ২২ জনের শরীরে কভিডের সংক্রমণ ধরা পড়েছে, যাদের অর্ধেক ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল সকাল পর্যন্ত সোয়া ৫ হাজার নমুনা পরীক্ষা করে এই ২২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪২ শতাংশ। আগের দিন এই হার শূন্য দশমিক ৬৩ শতাংশ ছিল। অধিদপ্তর জানিয়েছে, নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৫৬৩ জন। ২৪ ঘণ্টায় কভিডে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর আসেনি। ফলে মৃত্যুর মোট সংখ্যা আগের মতোই ২৯ হাজার ১৩১ জন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ২৬৮ জন কভিড রোগী। তাদের নিয়ে ১৯ লাখ ৩ হাজার ৩৮৫ জন সেরে উঠলেন। আলোচ্য এক দিনে শনাক্ত ২২ জন নতুন রোগীর মধ্যে ১১ জন ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে গোপালগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, ঝিনাইদহে দুই জন করে এবং ময়মনসিংহ, নেত্রকোনা ও কুষ্টিয়ায় একজন করে নতুন রোগী শনাক্ত হয়েছে।

মহামারির মধ্যে সার্বিক শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮২ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।