Print Date & Time : 6 September 2025 Saturday 9:29 am

কভিডে ২৪ ঘণ্টায় পাঁচ রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক: দেশে গত এক দিনে আরও পাঁচজনের শরীরে কভিডের সংক্রমণ ধরা পড়েছে। টানা ৩২ দিন দেশে কভিডে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এক হাজার ৯৮৬টি নমুনা পরীক্ষা করে নতুন ওই পাঁচ রোগী শনাক্ত হয়। তাতে দিনে শনাক্তের হার হয়েছে দশমিক ৩১ শতাংশ, যা আগের দিন ছিল দশমিক ২৭ শতাংশ।

সবশেষ ১৩ ফেব্রুয়ারি দেশে কভিডে একজনের মৃত্যুর খবর এসেছিল। তারপর গত ৩২ দিন ধরে কভিডে মৃত্যুহীন বাংলাদেশ। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৯৫৯ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা রয়েছে আগের মতোই ২৯ হাজার ৪৪৫ জন।

গত ২৪ ঘণ্টায় ৯ কভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ছয় হাজার ৭১১ জন। গত এক দিনে শনাক্ত রোগীদের মধ্যে দুজন ঢাকা জেলার বাসিন্দা। এছাড়া পাবনায় দুজন এবং টাঙ্গাইলে একজন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

কভিডের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ নতুন রোগী শনাক্ত হন। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।