Print Date & Time : 12 September 2025 Friday 7:14 pm

কভিডে ৩ জনের মৃত্যু, শনাক্ত ২৮৪

নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) কভিডে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২৮৪ জন। মারা গেছেন ৩ জন। তাদের নিয়ে এখন পর্যন্ত ২৭ হাজার ৯৫৮ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭৪ হাজার ৬৩৬ জন।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিন কভিড থেকে সুস্থ হয়েছেন ৩১৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৮ হাজার ৮৫৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৯ হাজার ৭৮১টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৫৬৮টি। এখন পর্যন্ত ১ কোটি ৭ লাখ ৬১ হাজার ৯৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৪৫ শতাংশ এবং এখন পর্যন্ত ১৪ দশমিক ৬৩ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৩ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ২ জন পুরুষ ও একজন নারী। তাদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন ও ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন রয়েছেন।

মৃতদের মধ্যে ঢাকা বিভাগের একজন ও চট্টগ্রাম বিভাগের দুজন রয়েছেন। তাদের মধ্যে দুজন সরকারি ও একজন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।