Print Date & Time : 14 August 2025 Thursday 10:52 pm

কভিডে ৮ জনের মৃত্যু, শনাক্ত ৭৩২

নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত) কভিডে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে মোট ২৯ হাজার ৫৩ জন মারা গেছেন। একই সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭৩২ জনের। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৫ হাজার ১০৮ জনে। গতকাল বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন চার হাজার ৮২৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ২৬ হাজার ৯৪৯ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭৬টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২২ হাজার ৭২৭টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ২২ হাজার ৭১৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪৭ লাখ এক হাজার ৮৭২টি।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার তিন দশমিক ২২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৪৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৩ দশমিক ৯৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ৪৯ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃত আটজনের মধ্যে রয়েছেন তিনজন পুরুষ এবং পাঁচজন নারী। মৃত আটজনের ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এক, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে দুই, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে এক এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন রয়েছেন।

এতে আরও বলা হয়, মৃত আটজনের মধ্যে ঢাকা বিভাগের তিন, রাজশাহী বিভাগের এক, বরিশাল বিভাগের দুই ও রংপুর বিভাগের দুজন মারা গেছেন। মৃত আটজনের মধ্যে পাঁচজন সরকারি হাসপাতালে ও তিনজন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১৫৪ জন ও আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৮১৫ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন চার লাখ ৪২ হাজার ২২ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ ৯৯ হাজার ৫১৭ জন। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ৪২ হাজার ৫০৫ জন।