Print Date & Time : 10 September 2025 Wednesday 8:27 am

কভিডে ৮ জনের মৃত্যু, শনাক্ত ৫২৯

নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনের শরীরে কভিড সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ৮ জনের। তার আগের দিন শনিবার সারাদেশে ৩৬৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, যা এ বছরের মধ্যে সর্বনি¤œ; সেই সঙ্গে ১৩ জনের মৃত্যুর খবর এসেছিল। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ২০ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়।

নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৪৯ হাজার ২৬৬ জন কভিড রোগী শনাক্ত হলো। তাদের মধ্যে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৮৫ জনের।

সরকারি হিসাবে গত এক দিনে সেরে উঠেছেন ৩ হাজার ৩৪০ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৪৩ হাজার ৩৩৮ জন সুস্থ হয়ে উঠলেন।

গত ১ জানুয়ারি দেশে ৩৭০ রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তারপর ওমিক্রনের দাপটে রোগীর সংখ্যা দিন দিন বেড়েছে। জানুয়ারিতে দিনে শনাক্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছিল। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শনাক্তের সংখ্যা আবার ধারাবাহিকভাবে কমছে।

গত এক দিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার হয়েছে ২ দশমিক ৬৩ শতাংশ। মহামারির মধ্যে সার্বিক শনাক্তের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ৪০ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। গত এক দিনে শনাক্ত রোগীদের মধ্যে ৪২৫ জনই ঢাকা বিভাগের বাসিন্দা, যা মোট আক্রান্তের ৮০ শতাংশের বেশি।

যে আটজনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ছয়জন পুরুষ এবং দুজন নারী। তাদের চারজনই ঢাকা বিভাগের বাসিন্দা ছিলেন। মৃতদের মধ্যে পাঁচজনের বয়স ৬০ বছরের বেশি, একজনের বয়স ৫১ থেকে ৬০ বছর, একজনের বয়স ৪১ থেকে ৫০ বছর এবং একজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছিল।