নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) কভিডে আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে। কমেছে শনাক্ত। মারা গেছেন ৯ জন। শনাক্ত হয়েছেন ২৩৭ জন। তার আগের দিন বুধবার মারা যান তিনজন। শনাক্ত ছিলেন ৩১২ জন।
গতকাল স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন ৯ জনসহ দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত কভিডে আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ২৭ হাজার ৯৭০ জন। নতুন শনাক্ত হওয়া ২৩৭ জনসহ এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭৫ হাজার ১৮৫ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬০ জন। তাদের নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৯ হাজার ৫৫৩ জন।
গত ২৪ ঘণ্টায় কভিডের নমুনা সংগৃহীত হয়েছে ১৮ হাজার ৮৩২টি, আর নমুনা পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৮৮৮টি। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি আট লাখ এক হাজার ৮৬৯টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭৭ লাখ ৩৭ হাজার ৬৩টি, আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৩০ লাখ ৬৪ হাজার ৮০৬টি।
গত ২৪ ঘণ্টায় কভিড রোগী শনাক্তের হার এক দশমিক ২৫ শতাংশ, আর এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৫৮ শতাংশ।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ, আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৮ শতাংশ।
মৃত ৯ জনের মধ্যে পুরুষ তিনজন, আর নারী ছয়জন। তাদের নিয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৮৯৯ জন, আর নারী মারা গেলেন ১০ হাজার ৭১ জন।
মৃত ৯ জনের মধ্যে বয়স বিবেচনায় পাঁচজনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। বাকিদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন, আর ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ছিলেন একজন।
ছয় জন ঢাকা বিভাগের। বাকিদের মধ্যে চট্টগ্রাম, খুলনা ও রংপুর বিভাগের রয়েছেন একজন করে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মৃত ৯ জনের মধ্যে ছয়জনই মারা গেছেন সরকারি হাসপাতালে, আর বাকি তিনজনের মৃত্যু হয়েছে বেসরকারি হাসপাতালে।