কভিড-১৯ আক্রান্ত রোগীর চিকিৎসায় ‘আইপিডিসি আরোগ্য’ নামে একটি নতুন ঋণসেবা চালু করেছে আইপিডিসি ফাইন্যান্স। কভিড-১৯ চিকিৎসায় আর্থিক সহায়তা করবে আইপিডিসির নতুন এ ঋণসেবা সেবা সম্পর্কে আইপিডিসির রিটেইল বিজনেসের প্রধান সাভরিনা আরিফিন জানান, ‘এ ঋণসেবা কভিডের চিকিৎসার ক্ষেত্রে আর্থিক বাধাকে দূর করে অনেক পরিবারের জন্য স্বস্তি বয়ে আনবে বলে আমাদের প্রত্যাশা।’ আইপিডিসি আরোগ্যতে সর্বনি¤œ ঋণের পরিমাণ ৫০ হাজার টাকা এবং সর্বোচ্চ ঋণের পরিমাণ ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে পাঁচ লাখ ও ডিপোজিটের বিপরীতে লোন নিলে ফিক্সড ডিপোজিটের ৮০ শতাংশ অথবা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা। বিজ্ঞপ্তি
