Print Date & Time : 5 August 2025 Tuesday 8:05 am

কভিড টিকার দ্বিতীয় ডোজ নিলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া টিকাকেন্দ্রে গিয়ে যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি মডার্নার তৈরি কভিড প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টায় মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে গিয়ে এ টিকা নেন তিনি।

এ হাসপাতাল থেকে গত ১৯ জুলাই কভিড টিকার প্রথম ডোজ নিয়েছিলেন খালেদা জিয়া। সেদিনের মতো বুধবারও তিনি গাড়ি থেকে নামেননি। অসুস্থতার কারণে চিকিৎসকদের পরামর্শে তাকে গাড়িতে এসে টিকা দিয়ে যান স্বাস্থ্যকর্মীরা।

খালেদার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, বিএনপি চেয়ারপারসন ছাড়াও তার বাসার আরও পাঁচজন এদিন টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন।

এদিকে বিএনপি নেত্রীর হাসপাতালে আসার খবরে কর্মীদের অনেকে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটে ভিড় করেন।

বিএনপি নেতাদের মধ্যে মাহবুব উদ্দিন খোকন, নিলুফার চৌধুরী মনি, যুবদলের সাইফুল আলম নীরব, সুলতানা সালাহউদ্দিন টুকু, নুরুল ইসলাম নয়ন, এসএম জাহাঙ্গীর, শফিকুল ইসলাম মিল্টন, শরীফুল ইসলাম জুয়েল, মহিলা দলের সুলতানা আহমেদসহ অন্য নেতারা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

টিকা নিয়েই গুলশানের বাসা ফিরোজায় ফিরে যান ৭৫ বছর বয়সী খালেদা জিয়া। ছোট ভাই শামীম এস্কান্দারের গাড়িতে চড়ে তিনি টিকা নিতে এসেছিলেন এদিন।

দুর্নীতির দুই মামলায় দণ্ডিত খালেদা জিয়াকে মহামারি শুরুর পর গত বছর মার্চে সরকারের নির্বাহী আদেশে সাময়িকভাবে মুক্তি দেয়া হয়। তার পর থেকে তিনি গুলশানের বাসা ফিরোজায় আছেন। সেখানে চলতি বছর এপ্রিলে তিনি কভিডে আক্রান্ত হন। পরে তাকে হাসপাতালেও ভর্তি করা হয়। ৫৪ দিন পর গত ১৯ জুন তিনি বাসায় ফেরেন।