Print Date & Time : 3 August 2025 Sunday 4:07 pm

কভিড মহামারি শেষ করতে পারে ওমিক্রন: ফাউসি

শেয়ার বিজ ডেস্ক: ওমিক্রনের মধ্য দিয়ে প্রাণঘাতী কভিডের মহামারি পর্ব শেষ হতে পারে বলে আশা করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। তার আশা, কভিড এরপর সাধারণ রোগের (এনডেমিক) স্তরে পৌঁছাতে পারে। তবে তিনি এও বলেনÑএ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সময় এখনও আসেনি।

একটি ভাইরাসজনিত রোগ কোনো এলাকায় সাধারণ রোগে পরিণত হতে পারে। এর অর্থ হলো, ওই এলাকায় রোগটি থাকবে, মানুষ আক্রান্তও হবে। তবে এর প্রকোপ ও ভয়াবহতা হবে মহামারি পর্যায়ের চেয়ে অনেক কম। এ রোগের ব্যবস্থাপনাও সহজ হবে।

গত সোমবার বিশ্ব অর্থনৈতিক ফোরামের একটি ভার্চুয়াল অনুষ্ঠানে দেয়া বক্তব্যে হোয়াইট হাউসের প্রধান চিকিৎসা উপদেষ্টা অ্যান্থনি ফাউসি এসব কথা বলেন। তিনি বলেন, ‘ডেলটা ধরনের কিছু বৈশিষ্ট্য ওমিক্রনে দেখা যাচ্ছে না, এটা আমাদের জন্য সৌভাগ্যের। কিন্তু যে বিপুলসংখ্যক মানুষকে এটা আক্রান্ত করছে, তাতে সেই সুবিধাটা কাজে নাও লাগতে পারে।’

ফাউসি আরও বলেন, ‘সেটা তখনই ঘটবে, যদি আমাদের সামনে এমন একটি নতুন ধরনে এসে হাজির না হয়, যা কিনা আগের ধরনের মাধ্যমে শরীরে তৈরি হওয়া প্রতিরোধ ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে।’

এখন ওমিক্রনে আক্রান্ত হলে যে অ্যান্টিবডি তৈরি হবে, সেটা টিকার মতো স্থায়ীভাবে কাজ করবে কি না, সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি, কারণ নতুন ভ্যারিয়েন্টগুলো নতুন ব্যতিক্রমী বৈশিষ্ট্য নিয়ে হাজির হচ্ছে।

ফাউসি অবশ্য বলেন, এমনটাও বলা যাচ্ছে না যে কভিড-১৯-এর বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়েছে। বিশেষ করে হাসপাতালে এখনও কভিড রোগীর ভিড়ের কারণে অনেক চিকিৎসা পিছিয়ে দিতে হচ্ছে। স্কুলগুলো বাধ্য হচ্ছে অনলাইনে ক্লাস নিতে।

ওমিক্রনের বিপুল বিস্তারের কারণে যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যসেবা ব্যবস্থায় গুরুতর জনবলসংকট দেখা দিয়েছে। আগের যে কোনো সময়ের চেয়ে এখন বেশি কভিড-১৯ রোগীর সেবা দিতে হচ্ছে। এতে স্বাস্থ্যকর্মীরাও আক্রান্ত হচ্ছেন।