Print Date & Time : 2 August 2025 Saturday 10:29 am

কভিড যোদ্ধাদের সম্মাননা দিল ল্যাবএইড

করোনাকালে কর্তব্য পালনে যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন, তাদের সম্মাননা দিল ল্যাবএইড। ‘জীবন জয় উই আর ফর দ্য পেশেন্ট’ শিরোনামের আয়োজনে করোনাকালে দায়িত্বপালনকারী হাসপাতালের সব চিকিৎসক, নার্স, হেল্প এইড ও সেবাসংশ্লিষ্ট কর্মকর্তাদের ‘কভিড ওয়ারিয়র’ সম্মাননা তুলে দেয়া হয়। সেবা প্রদানকালে করোনায় জীবন উৎসর্গকারী চিকিৎসক ও কর্মীদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হয় সম্মাননা। একজন কর্মীর স্ত্রীকে ল্যাবএইডে চাকরির ব্যবস্থাও করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ল্যাবএইড গ্রুপের পরিচালক পারিশা শামীমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি