Print Date & Time : 6 September 2025 Saturday 7:36 am

কভিড শনাক্ত ১৯৬, মৃত্যু একজনের

নিজস্ব প্রতিবেদক: দেশে এক দিনে আরও ১৯৬ জনের মধ্যে কভিড সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে একজনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল শুক্রবার সকাল পর্যন্ত পূববর্তী ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭২১টি নমুনা পরীক্ষা করে এই ১৯৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ১৫ শতাংশে। আগের দিন শনাক্তের হার ৪ দশমিক ৩৮ শতাংশ ছিল।

বৃহস্পতিবার সারাদেশে ২৫৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, আর একজনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১০ হাজার ৯৪৪ জন হয়েছে। গত এক দিনে আরও একজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৩২১ জন হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ২৭৮ জন কভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫৫ হাজার ৮৪ জন। নতুন শনাক্তদের মধ্যে ১১৭ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৪৫ জেলায় গত এক দিনে কোনো নতুন রোগী শনাক্ত হয়নি। গত এক দিনে যার মৃত্যু হয়েছে, তিনি ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা। পঞ্চাষোর্ধ্ব ওই পুরুষ একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।