Print Date & Time : 5 August 2025 Tuesday 11:02 am

কভিড শনাক্ত ২৬ জনের

নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় কভিডে কেউ মারা যাননি। তবে এ সময় শনাক্ত হয়েছেন ২৬ জন। এ পর্যন্ত দেশে কভিডে মোট মারা গেছেন ২৯ হাজার ১৩১ জন এবং মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ৫০৭ জন।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত) শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৬১ শতাংশ। এদিন সুস্থ হয়েছেন ১৬৯ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ দুই হাজার ৭৬০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে চার হাজার ১৯৮টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে চার হাজার ২৫০টি। এ পর্যন্ত মোট এক কোটি ৪১ লাখ ২২ হাজার ৫২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০টি নমুনায় শূন্য দশমিক ৬১ শতাংশ এবং এ পর্যন্ত ১৩ দশমিক ৮৩ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৭ দশমিক ৪০ শতাংশ এবং মারা গেছেন এক দশমিক ৪৯ শতাংশ।