কভিড-১৯ সংক্রমণ রোধে বিনা খরচে মাস্ক বিতরণ

প্রতিনিধি, হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলিতে কভিড-১৯ সংক্রমণ রোধে জনগণের মাঝে বিনা খরচে মাস্ক বিতরণ করেছে ওষুধ ব্যবসায়ী সমিতি।

বাংলাহিলি ওষুধ ব্যবসায়ী সমিতির পক্ষে গতকাল মঙ্গলবার সকালে হিলি বাজারে আগত মাস্কবিহীন সাধারণ মানুষকে এসব মাস্ক দেয়া হয়। এ সময় তারা সবাইকে বাড়ির বাইরে বের হলে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। সমিতি বিনা খরচে পাঁচ হাজার মাস্ক বিতরণ করেছে।

এ সময় সেখানে বাংলাহিলি ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মৃনাল কান্তি সরকার, সদস্য আনছার আলী, সেকেন্দার আলীসহ সমিতির অনেক সদস্য উপস্থিত ছিলেন।