Print Date & Time : 1 September 2025 Monday 11:38 am

কমলনগরে চার কিশোরী নিখোঁজ, থানায় জিডি

প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চার কিশোরী নিখোঁজ হয়েছেন। একই গ্রামের প্রতিবেশী চার কিশোরীর নিখোঁজ হওয়ার ঘটনার খবরে স্থানীয় জনমনে আতংক দেখা দিয়েছে। নিখোঁজ চার জনেরই বয়স ১২-১৪ বছরের মধ্যে। এব্যাপারে কমলনগর থানায় কিশোরীদের পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়। এদিকে এঘটনায় রোববার দুপুরে পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শনে করেছেন।
পুলিশ ও নিখোঁজ কিশোরীদের পরিবার সূত্র জানান, গতকাল শনিবার সকালে উপজেলার চরকাদিরা ইউনিয়নের বাদামতলী এলাকা থেকে ওই চার কিশোরী নিখোঁজ হয়। দিনভর সম্ভাব্য স্থানে খোঁজ করেও তাদের সন্ধান না পেয়ে রাতে কমলনগর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন নিখোঁজদের এক আত্মীয়া আকলিমা বেগম।
থানায় ডায়েরিতে উল্লেখিত নিখোঁজ চার কিশোরী হলেন, জোবাইদা আক্তার (১২), মিতু আক্তার (১২), সামিয়া আক্তার নিহা (১৩) ও সিমু আক্তার (১৪)।
জিডির আবেদনে উল্লেখ করা হয়, তারা সামিয়া আক্তার নিহার নানার বাড়ীতে যাওয়ার জন্য তারা বাড়ী থেকে বের হয়ে আর ফিরেনি। এরপর সন্ধ্যা পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও চার কিশোরীকে না পেয়ে প্রতিকার চেয়ে জিডি করা হয়।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলায়মান বলেন, চার কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় একটি জিডি দায়ের করা হয়েছে। তাদের উদ্ধারে সব ধরণের চেষ্টা চলছে বলেও জানান ওসি।