বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবিএল) ও প্রাসাদ প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের মধ্যে ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলামের উপস্থিতিতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ড. মো. আব্দুল কাদের এবং প্রাসাদ প্যারাডাইস হোটেলের মহাব্যবস্থাপক মো. হুমায়ুন কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। চুক্তির আওতায় বিসিবিএলের নির্বাহী ও কর্মকতা এবং ডেবিট ও ক্রেডিট কার্ডধারীরা পিক সিজনে ৩০ শতাংশ, অপ পিক সিজনে ৫০ শতাংশ এবং বিভিন্ন খাবারের ওপর ১৫ শতাংশ ডিসকাউন্টসহ আকর্ষণীয় সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন। বিজ্ঞপ্তি