কমার্স ব্যাংক লিমিটেডের সিআরএম বুথ উদ্বোধন

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের (বিসিবিএল) সিআরএম বুথ অত্যাধুনিক ব্যাংকিং সুবিধাসহ চট্টগ্রামের আগ্রাবাদে সম্প্রতি উদ্বোধন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান ড. রশিদ আহমেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে বুথটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হুমায়ুন বখতিয়ার ও উপব্যবস্থাপনা পরিচালক ড. মো. আব্দুল কাদের। এছাড়া উপস্থিত ছিলেনÑপ্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধান, চট্টগ্রাম জোনের পর্যবেক্ষক, বিভিন্ন শাখার ব্যবস্থাপকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। বিজ্ঞপ্তি