কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্টের প্যানেল ব্রোকার গ্রিন ডেল্টা সিকিউরিটিজ

গ্রিন ডেল্টা সিকিউরিটিজ লিমিটেড সম্প্রতি কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তিটির আওতায় কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের প্যানেল ব্রোকার হিসেবে গ্রিন ডেল্টা সিকিউরিটিজ লিমিটেড কাজ করবে। গ্রিন ডেল্টা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ওয়াফী শফিক মিনহাজ খান এবং কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা শিবলি এমরান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে গ্রিন ডেল্টা সিকিউরিটিজের হেড অব বিজনেস ফকরুদ্দিন আলী আহমেদ রাজীব, ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্সের ইনচার্জ লিয়াকত হোসেন এবং কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্টের হেড অব পোর্টফোলিও রাহাত-উল-আমিন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি