Print Date & Time : 11 September 2025 Thursday 2:08 pm

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও সাজেদা ফাউন্ডেশনের কিডনি ডায়ালাইসিস রোগীকে আর্থিক সহায়তা প্রদান

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড সাজিদা হাসপাতালের সাথে যৌথভাবে কাজ করছে এবং জীবন রক্ষাকারী ডায়ালাইসিস সহায়তা প্রদান করছে, যাতে কোনো রোগী আর্থিক বাধার সম্মুখীন না হয়। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড ০২ নভেম্বর, ২০২৩ তারিখে ব্যাংকের কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি প্রোগ্রামের অধীনে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কিডনি ডায়ালাইসিস পরিষেবা নিশ্চিত করতে স্বাস্থ্য খাতে সাজেদা ফাউন্ডেশনকে আর্থিক সহায়তা প্রদান করে।

সাজেদা ফাউন্ডেশনের গুলশান কার্যালয়ে আয়োজিত উক্ত অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মসিউল হক চৌধুরী, সাজেদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, জাহেদা ফিজ্জা কবিরের হাতে পে-অর্ডারটি হস্তান্তর করেন। এ সময় অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি