Print Date & Time : 5 July 2025 Saturday 5:08 am

বিতর্কিত কমিটি বিলুপ্ত করা হয়েছে: মহাসচিব

নিজস্ব প্রতিবেদক : ফ্যাসিস্ট সরকারের দোসর আওয়ামী লীগের দুই নেতাকে জিয়া পরিষদ জীবন বীমা কর্পোরেশনের সভাপতি-সম্পাদক করায় ব্যাংক বীমাসহ জাতীয়তাবাদী সংগঠনগুলোতে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। ওই কমিটি নিয়ে গোটা জীবনবীমা কর্পোরেশনের কর্মকর্তাদের মাঝে চরম হতাশা বিরাজ করেছে। উপায়ন্ত না পেয়ে জীবন বীমা কর্পোরেশনের শতাধিক জাতীয়তাবাদী কর্মকর্তা কমিটি বিলুপ্তির জন্য জিয়া পরিষদের মহাসচিব, স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, বিএনপির মহাসচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ দায়েরের পর গত ২২ জুন ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন জিয়া পরিষদের মহাসচিব প্রফেসর ড. মো. এমতাজ হোসেন।

অভিযোগরা হতাশা প্রকাশ করে বলেন, ‌‌‘ফ্যাসিস্ট হাসিনার দোসর এবং জুলাই আন্দোলনের খুনীদের ইন্ধনদাতা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের মো. লিয়াকত আলী খান ও মো. মাসুদুর রহমানকে সভাপতি সম্পাদক করে জিয়া পরিষদ জীবন বীমা কর্পোরেশন নামে গত ১৩ জানুয়ারি ৯৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

তারা আরও বলেন, জীবন বীমা কর্পোরেশনে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সব কর্মকর্তার অংশগ্রহণে জিয়া পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় দুইজন কর্মকর্তার ইচ্ছায় ক্ষমতার অপব্যবহার করে কোনও আলোচনা ছাড়াই গোপনে জীবন বীমা কর্পোরেশন ‘জিয়া পরিষদ’ গঠন করায় তাৎক্ষণিকভাবে ৪০ কর্মকর্তা লিখিতভাবে কমিটির স্ব-স্ব পদ থেকে তাদের নাম প্রত্যাহার করেন। পরবর্তীতে ১০৬ কর্মকর্তা গণসাক্ষর করে ওই বিতর্কিত কমিটি বাতিল করে পুনরায় পুনাঙ্গ কমিটির দাবিতে গত ১৫ মে জিয়া পরিষদের মহাসচিব ও স্থায়ী কমিটির কাছে অভিযোগ দায়ের করেছেন।

ঢাকা রিজিওনাল অফিসের সহকারী ম্যানেজারসহ অনেকেই মনে করেন-
মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমৃদ্ধ বাংলাদেশ গঠন এবং তার আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে গত গত ১৩ জানুয়ারি জীবন বীমা কর্পোরেশন ‘জিয়া পরিষদ’ নামে আওয়ামী ফ্যাসিস্টদের নিয়ে গঠিত কমিটি অবিলম্বে বাতিল করা প্রয়োজন। একইসঙ্গে ঘটনার তদন্ত সাপেক্ষে শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী কর্মকর্তার অংশগ্রহণে জীবন বীমা কর্পোরেশন ‘জিয়া পরিষদ’র কমিটি নতুনভাবে গঠন এবং দায়ীদের বিরুদ্ধে যথাযত ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান তারা।

এ বিষয়ে জানতে চাইলে আজ শনিবার (২৮ জুন) জিয়া পরিষদের মহাসচিব প্রফেসর ড. মো. এমতাজ হোসেন বলেন, ‘জীবন বীমা কর্পোরেশনের কর্মকর্তাদের অভিযোগ পাওয়ার পর খোঁজ নিয়ে দেখা গেছে সেখানে ফ্যাসিস্ট সরকারের দোসর আওয়ামী লীগের পাঁচ-ছয়জন কর্মকর্তা কমিটিতে আছে। সব কিছু বিবেচনা করে গত ২২ জুন ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে। আগামীতে যাচাই বাছাই করে নতুন কমিটি গঠন করা হবে। তবে সেটা করতে সময় লাগবে।