নিজস্ব প্রতিবেদক: কবি ও কর কমিশনার মাহবুবা হোসেইন এবং উপকর কমিশনার বশির আহমেদ করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কমিশনার মাহবুবা হোসেইন স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। বশির আহমেদ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। কর কমিশনার মাহবুবা হোসেন আপীলাত ট্রাইব্যুনালের সদস্য ও বশির আহমেদ বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)-আয়কর, ঢাকায় কর্মরত রয়েছেন।

অপরদিকে, কর কমিশনার মাহবুবা হোসেনের স্বামী ও যুগ্ম সচিব (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে থাকা) খুরশীদ আলম করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। ৩ জুলাই রাত সাড়ে ১২টায় ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খুরশীদ আলম বিসিএস অষ্টম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। সর্বশেষ তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন।
আরো পড়ুন-যুগ্ম কর কমিশনার মো. মনিরুজ্জামান করোনা আক্রান্ত [1]
রোববার (৫ জুলাই) বিসিএস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশনের সভাপতি ও কর কমিশনার মো. রেজাউল করিম চৌধুরী শেয়ার বিজকে বলেন, কর কমিশনার মাহবুবা হোসেইন তার স্বামীর সংস্পর্শে এসে করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার করোনার উপসর্গ নিয়ে স্কয়ারে ভর্তি হয়েছেন। আজ নমুনা পজেটিভ এসেছে। আমরা তার চিকিৎসার বিষয়ে খোঁজ রাখছি। এছাড়া উপকর কমিশনার বশির আহমদের চিকিৎসার খোঁজ রাখা হচ্ছে।

কর অঞ্চল-১০ এর যুগ্ম কর কমিশনার মো. ছায়িদুজ্জামান ভূঞা শেয়ার বিজকে বলেন, জ্বর, হালকা কাশি ও সর্দি নিয়ে তিনি শনিবার স্কয়ারে ভর্তি হয়েছেন। কালকে নমুনা নিয়েছে। আজকে নমুনা পজেটিভ এসেছে। তবে কালকের চেয়ে আজকে ভালো আছেন। তার ডায়াবেটিক থাকলেও তা নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি আরও বলেন, স্যারের স্বীমার সংস্পর্শে এসে তিনি আক্রান্ত হয়ে থাকতে পারেন। কর কমিশনার মাহবুবা হোসেইন বিসিএস (কর) ৯ম ব্যাচের কর্মকর্তা। তার এক ছেলে কানাডা ও এক ছেলে যুক্তরাষ্ট্রে লেখাপড়া করেন।

অপরদিকে, উপকর কমিশনার বশির আহমেদ করোনা আক্রান্ত হয়েছেন। বিসিএস (কর) ৩৩ ব্যাচের এ কর্মকর্তা বর্তমানে বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)-আয়কর শাখা, ঢাকায় কর্মরত রয়েছেন। রোববার (৫ জুলাই) তার একাধিক সহকর্মী শেয়ার বিজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা জানান, বুধবার শেষ অফিস করেছে। বুধবার রাত থেকে জ্বর, গলা ব্যথা। শনিবার নমুনা পরীক্ষা করতে দিয়েছে। আজ নমুনা রেজাল্ট পজেটিভ এসেছে। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে সে আক্রান্ত হয়েছে। বর্তমানে তিনি ইস্কাটনের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
###