Print Date & Time : 6 August 2025 Wednesday 8:05 am

কমোডিটি এক্সচেঞ্জ বিষয়ে সিএসইতে কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) মধ্যে দু’দিনব্যাপী নলেজ শেয়ারিং কর্মশালা গতকাল চট্টগ্রামের প্রধান কার্যালয়ে শুরু হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএসইসির কমিশনার মো. আব্দুল হালিম। বিএসইসি থেকে আরও ছিলেন কমিশনের নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম এবং পরিচালক মো. আবুল হাসান এবং ডেরিভেটিবস ও রেজিস্ট্রেশন বিভাগের অন্যান্য কর্মকর্তা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার। এ সময় সিএসইর প্রধান নিয়ন্ত্রণ কর্মকর্তা মোহাম্মেদ মাহাদি হাসান, কমোডিটি এক্সচেঞ্জ অ্যাস্টাবলিশমেন্ট টিমের সদস্য এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি