Print Date & Time : 31 August 2025 Sunday 6:35 am

কম্পিউটার জগতে সুপার পাঁচ

কম্পিউটার জগতে এদের প্রতিযোগী এরা নিজেরাই। প্রতিযোগিতা বলতে নিজেদের ছাড়িয়ে যাওয়ার চেষ্টা ছাড়া আর কিছু নয়। আমরা যেসব কম্পিউটার ব্যবহার করি, তার চেয়ে হাজার গুণ দ্রুত কিছু কম্পিউটারের কথা বলছি। এগুলোকে বলা হয় সুপার কম্পিউটার। এসব কম্পিউটারের ধারণক্ষমতা সাধারণের তুলনায় অনেক বেশি।

১৯৬০ সালে যুক্তরাষ্ট্রের সেমর ক্রে প্রথম সুপার কম্পিউটার তৈরি করেন। তিনি কন্ট্রোল ডেটা করপোরেশন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। এরপর অনেক সময় গড়িয়েছে। বদলে গেছে প্রযুক্তি দুনিয়ার চিত্রপট। নতুন নতুন সুপার কম্পিউটারও তৈরি হয়েছে। এমনি পাঁচটি সুপার কম্পিউটার সম্পর্কে জেনে নিতে পারেন।

 

সানওয়ে তাইহুলাইট

চীনের সানওয়ে তাইহুলাইট সবচেয়ে দ্রুত কাজ করে। সেরা সুপার কম্পিউটারগুলোর তালিকায় এটি প্রথম স্থানে রয়েছে। ২০১৬ সালের জুলাইয়ে কম্পিউটারটি সম্পর্কে তথ্য প্রকাশ করে দেশটির উসির ন্যাশনাল সুপার কম্পিউটিং সেন্টার। এর ধারণক্ষমতা ২০ পেটা বাইট (২০ লাখ গিগাবাইট)। কম্পিউটারটির গতি ৯৩.০১ পেটা বাইট ফ্লপ। সুপার কম্পিউটারটি তৈরি করতে খরচ হয়েছে ২৭ কোটি ৩০ লাখ মার্কিন ডলার।

তিয়ানহি-২

দ্বিতীয় সেরা দ্রুতগতির সুপার কম্পিউটারটিও চীনের। গুয়াংজোর ন্যাশনাল সুপার কম্পিউটার সেন্টার এটি তৈরি করেছে। ২০১৩ সাল থেকে এটি কাজ করছে। এ সুপার কম্পিউটারটির ধারণক্ষমতা ১২.৪ পেটা বাইট (১২ লাখ ৪০ হাজার গিগাবাইট)। তিয়ানহি-২ এর গতি প্রতি সেকেন্ড এ ৩৩.৮৬ পেটা বাইট ফ্লপ। তৈরি করতে খরচ হয়েছে প্রায় ৩৯ কোটি মার্কিন ডলার।

ক্রে টাইটান

দ্রুতগতির সুপার কম্পিউটারগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের ক্রে টাইটান রয়েছে তৃতীয় স্থানে। বর্তমানে দেশটির ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরি এটি ব্যবহার করছে। এর ধারণক্ষমতা প্রথম দুই সুপার কম্পিউটারের চেয়ে বেশি। ৪০ পেটা বাইট (৪০ লাখ গিগাবাইট) ডেটা ধারণ করতে পারে এ কম্পিউটার। তবে গতি সেকেন্ডে ১৭.৫৯ পেটা বাইট ফ্লপ। ক্রে টাইটান তৈরি করতে খরচ হয়ছে ৯ কোটি ৭০ লাখ মার্কিন ডলার।

আইবিএম সিকোয়া

বিশ্বের চতুর্থ গতিসম্পন্ন সুপার কম্পিউটার এটি। এটি বর্তমানে যুক্তরাষ্ট্রের লরেন্স লিভারমোর ল্যাবরেটরিতে আছে। ২০১২ সালে আইবিএম এটি তৈরি করে। প্রায় তিন হাজার বর্গফুট জায়গাজুড়ে রয়েছে কম্পিউটারটি। এর ধারণ ক্ষমতা ১.৫ পেটা বাইট। কম্পিউটারটি সেকেন্ডে ১৬.৩২ পেটা বাইট ফ্লপ গতিতে তথ্য আদান-প্রদান করতে পারে।

ফুজিৎসু কে কম্পিউটার

জাপানের তৈরি। ২০১১ সালের জুনে এটি তৈরি করা হয়েছে। বিশ্বখ্যাত ফুজিৎসু কোম্পানি এটি তৈরি করেছে। এ সুপার কম্পিউটার প্রতি সেকেন্ডে ১০.৫১ পেটা বাইট ফ্লপ তথ্য আদান-প্রদান করতে পারে।