কম্পিউটার সমিতির উদ্যোগে প্রশিক্ষণ

 

বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ইনোভেশন সেন্টারে দিনব্যাপী ‘ব্যবসায় সাফল্যে প্রচার ও প্রসার’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি আলী আশফাক। এ সময় বিসিএস মহাসচিব ইঞ্জিনিয়ার সুব্রত সরকার উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন আইসিটি-ট্যাগ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মির্জা আমিনুর রহমান। কর্মশালায় বাংলাদেশ কম্পিউটার সমিতির সদস্য প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

কর্মশালায় বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি আলী আশফাক, বিসিএস সহ-সভাপতি ইউসুফ আলী শামীম, পরিচালক মো. শাহিদ-উল-মুনীর, আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের প্রতিনিধি মো. ফয়সাল খানসহ অন্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি