কম দামের শেয়ারে ঝোঁক বেশি বিনিয়োগকারীদের

হাসানুজ্জামান পিয়াস: ঈদের ছুটি শেষে গতকাল পুঁজিবাজারে প্রথম লেনদেন হয়। আর গতকাল বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি ঝোঁক ছিল কম দামের শেয়ারে। গতকাল বাজার বিশ্লেষণে দেখা যায় তালিকাভুক্ত যেসব কোম্পানির শেয়ারদর ১০ থেকে ২০ টাকার মধ্যে, সেসব কোম্পানির শেয়ারে বেশি আগ্রহ দেখিয়েছেন বিনিয়োগকারীরা, যে কারণে এসব শেয়ার লেনদেন হচ্ছে বেশি। দিন শেষে প্রায় ৮০ শতাংশ বিনিয়োগকারীর আগ্রহ দেখা যায় এ ধরনের কোম্পানির শেয়ারে। আর খাতভিত্তিক বিশ্লেষণ করলে দেখা যায়, গতকাল বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রে ছিল বস্ত্র ও ব্যাংক খাত। এজন্যই সকাল থেকে বাড়তে থাকে এসব কোম্পানির শেয়ারদর। দিন শেষে দেখা গেছে বস্ত্র খাতের তালিকাভুক্ত ৫৬টি কোম্পানির মধ্যে ৪৭টির শেয়ারদর বেড়েছে। একইসঙ্গে ব্যাংক খাতের ৩১টি প্রতিষ্ঠানের মধ্যে ২৫টির শেয়ারদর বেড়েছে। আর ঠিক এর উল্টো অবস্থানে ছিল বিমা খাত। এ খাতে যে পরিমাণ বিক্রয় চাপ ছিল, সে তুলনায় ক্রেতা ছিল কম। এর জের ধরে দিন শেষে বিমা খাতে তালিকাভুক্ত ৫০টি কোম্পানির মধ্যে মাত্র ৩৪টির কোম্পানির শেয়ারদরই কমতে দেখা গেছে।

এদিকে গতকাল চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকের উত্থান দেখা গেছে। দিন শেষে গতকাল ডিএসইর প্রধান সূচক (ডিএসইএক্স) ৬২ পয়েন্ট বা এক দশমিক শূন্য আট শতাংশ বেড়ে পাঁচ হাজার ৮১৩ পয়েন্টে অবস্থান করে। একইভাবে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারদর বাড়তে দেখা যায়। গতকাল ডিএসইতে মোট ৩৬৮টি কোম্পানির শেয়ার লেনদেন হতে দেখা যায়। এর মধ্যে দর বেড়েছে ২৩১টির এবং কমেছে ৮৮টির। বাকি ৪৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল।

খাতভিত্তিক লেনদেন বিশ্লেষণে দেখা যায়, গতকালও লেনদেনে এগিয়ে ছিল বিমা খাত। দিন শেষে মোট লেনদেনে এ খাতের একক অবদান ছিল প্রায় ১৫ শতাংশ, আর এর পরের অবস্থানে থাকা বস্ত্র খাতের ছিল ১৪ দশমিক ২০ শতাংশ। মোট লেনদেনে তৃতীয় অবস্থানে ছিল ব্যাংক খাত। এ খাতটি মোট লেনদেনে ১০ শতাংশের বেশি অবদান রাখতে সক্ষম হয়। এছাড়া অন্য খাতের মধ্যে মোট লেনদেনে ৯ দশমিক ৮৯ শতাংশ অবদান রাখে বিবিধ খাত। এছাড়া প্রকৌশল খাত মোট লেনদেনে ৯ দশমিক ২৪ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাত আট দশমিক শূন্য পাঁচ শতাংশ, ওষুধ ও রসায়ন খাত সাত দশমিক ৩১ শতাংশ এবং আর্থিক প্রতিষ্ঠান খাত পাঁচ দশমিক ৭৪ শতাংশ অবদান রাখতে সক্ষম হয়।

তবে গতকাল ডিএসইতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেন আগের কার্যদিবসের তুলনায় কমেছে। গতকাল লেনদেন হয় এক হাজার ৪১৮ কোটি ৩৬ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৪৫৩ কোটি ৫৬ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ লেনদেন কমেছে ৩৫ কোটি ২০ লাখ ৩৫ হাজার টাকা।