Print Date & Time : 11 September 2025 Thursday 10:02 am

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ঋণসীমা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের ঋণ নেয়ার সীমা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে আগামী পাঁচ বছর এসব প্রতিষ্ঠানকে ইচ্ছামতো ঋণ সুবিধা দিতে পারবে ব্যাংক। বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় অর্থ সরবরাহ নির্বিঘœ রাখতে এই সুবিধা দেয়া হয়েছে। গতকাল বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইনের ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় অর্থ সরবরাহ নির্বিঘœ করতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন ও বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত কয়লাসহ অন্যান্য কাঁচামাল ক্রয় বা আমদানির ব্যয় নির্বাহের জন্য বিদ্যুৎ উৎপাদনকারী একক ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপ ব্যাংক থেকে ঋণ নেয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবে। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ঋণ প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের জন্য ব্যাংক কোম্পানি আইনের ২৬ খ(১) ধারা আগামী পাঁচ বছরের জন্য কার্যকর হবে না। তবে ব্যাংক কোম্পানি আইনের ২৬ খ(১) ধারায় বলা আছে, কোনো এক ব্যক্তি বা প্রতিষ্ঠান বা গ্রুপকে সংশ্লিষ্ট ব্যাংকের মূলধনের ২৫ শতাংশের বেশি ঋণ দেয়া যাবে না। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রে এ ধারা স্থগিত করা হয়েছে। তবে বাংলাদেশ ব্যাংক বলেছে, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ঋণের সর্বোচ্চ সীমা কেন্দ্রীয় ব্যাংক পরবর্তী সময়ে নির্ধারণ করে দেবে।