নিজস্ব প্রতিবেদক: মুরগির বাচ্চা, খবারসহ পুরো ডিমের বাজারব্যবস্থা করপোরেট প্রতিষ্ঠানগুলো জিম্মি করে রেখেছে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।
আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনের সামনে নায্যমূল্যে ডিম বিক্রির কার্যক্রম উদ্বোধনের সময় এ কথা জানান তিনি।
এ সময় ভোক্তা অধিকারের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘করপোরেট প্রতিষ্ঠানগুলো ডিমের বাজার জিম্মি করে রেখেছে। মুরগির বাচ্চা, খবারসহ সব তাদের নিয়ন্ত্রণে। তাই বাজার মনিটরিং করেও দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।’
ভোক্তা অধিকারের মহাপরিচালক বলেন, ‘সরকারের নির্ধারিত ডিমের দাম ১২ টাকা করা হলেও সে দরে বিক্রি হচ্ছে না। কারণ খামার থেকেই ডিমের দাম সাড়ে ১১ টাকায় বিক্রি হচ্ছে। প্রান্তিক খামারিরা করপোরেট প্রতিষ্ঠান থেকে বেশি দামে মুরগির খাবার কিনতে বাধ্য হচ্ছেন। তবে সরকার ১২ টাকা দরে ঢাকা শহরের ১৬ পয়েন্টে ডিম বিক্রি করবে।’
বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য সম্পর্কে এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘এই সিন্ডিকেট ভাঙতে সরকার কাজ করছে। তবে বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে।’
রাজধানীর ১৬টি পয়েন্টে ট্রাকের মধ্যমে ডিম বিক্রি করা হবে বলেও জানান ভোক্তার মহাপরিচালক। প্রতি ট্রাকে ২০ হাজার করে ডিম থাকেবে। ডিম আমদানির আগ পর্যন্ত ট্রাকে ডিম বিক্রির কার্যক্রমসাধারণ মানুষদের কিছুটা হলে স্বস্তি দিবে বলে মত তাঁর।