করপোরেট সামাজিক দায়বদ্ধতায় শ্রেষ্ঠতার স্বীকৃতি পেল বসুন্ধরা গ্রুপ

বসুন্ধরা গ্রুপ যুক্তরাজ্যভিত্তিক অর্থ ও ব্যবসা বিষয়ক সাময়িকী দ্য গ্লোবাল ইকোনমিক্সের বিবেচনায় চলতি বছর ‘বেস্ট সিএসআর (করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি) কনগ্লোমারেট গ্রুপ’ নির্বাচিত হয়েছে। সম্প্রতি দ্য গ্লোবাল ইকোনমিক্স এই তালিকা প্রকাশ করে। সেখানেই সেরা সিএসআর কনগ্লোমারেট ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছে বাংলাদেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।

উল্লেখ্য, বসুন্ধরা গ্রুপ গ্রামীণ বাংলার আর্থসামাজিক উন্নয়নে কাজ করায় এবং কোভিড দুর্যোগের সময় দেশের মানুষের কল্যাণে অবদান রাখা, বিনামূল্যে চক্ষু চিকিৎসাসহ নানাবিধ চিকিৎসা সেবা প্রদান ও দেশের সুবিধাবঞ্চিত, বুদ্ধিপ্রতিবন্ধী শিশুদের পড়াশোনার সুযোগ করে দেয়াসহ বিভিন্ন অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশের সেরা সিএসআর কনগ্লোমারেট গ্রুপ হিসেবে এই পুরস্কার লাভ করেছে বসুন্ধরা গ্রুপ।

কভিড দুর্যোগের সময় বসুন্ধরা গ্রুপ একক তত্ত্বাবধানে সারাদেশব্যাপী মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছিল। শুধু তা-ই নয়, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে নগদ অর্থ সহায়তা দেয়ার পাশাপাশি বসুন্ধরা গ্রুপ কভিডে সম্মুখ যোদ্ধাদের বিশেষ করে, বিভিন্ন সরকারি কর্মকর্তা যেমন পুলিশ, র‌্যাব, সেনাসদস্য ও চিকিৎসকদের কাছে বিনামূল্যে ওষুধ ও মাস্ক বিতরণ করেছিল।

বন্যাদুর্গত এলাকায় মানুষের মাঝে ব্যাপক আকারে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছিল। এছাড়া খেলাধুলায় পৃষ্ঠপোষকতার মাধ্যমে যুবসমাজকে মাদক আসক্তি থেকে দূরে রাখতেও কাজ করে যাচ্ছে গ্রুপটি। বাংলাদেশে খেলাধুলার মান উন্নয়নে গ্রুপটির অবদান অনস্বীকার্য। বসুন্ধরা কিংস বাংলাদেশের একটি প্রথম সারির চ্যাম্পিয়ন ফুটবল টিম। শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রত্যক্ষ তত্ত্বাবধানে রয়েছে বসুন্ধরা গ্রুপ।

উল্লেখ্য, দেশের বাণিজ্য ও ব্যবসার অগ্রগতিতে অসামান্য অবদানের জন্য বসুন্ধরা গ্রুপকে ‘বেস্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২১’ প্রদান করেছিল ‘দ্য গ্লোবাল ইকোনমিক্স’। এর আগেও বসুন্ধরা গ্রুপ এবং এর অঙ্গপ্রতিষ্ঠানগুলো নানা ব্র্যান্ড তাদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। বিজ্ঞপ্তি