করিমগঞ্জে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ১২৯তম শাখা উদ্বোধন

কিশোরগঞ্জের করিমগঞ্জে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ১২৯তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সম্প্রতি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ প্রধান অতিথি হিসেবে ওই শাখা উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের সাধারণ সেবা বিভাগের প্রধান মো. মাহবুবুর রশীদ। অনুষ্ঠানে ব্যাংকের জনসংযোগ এবং ব্যাংক ফাউন্ডেশনের প্রধান মো. সামছুদ্দোহা সিমু, ময়মনসিংহ শাখার ব্যবস্থাপক মো. মাসুম বসুনিয়া, করিমগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. সারোয়ার জাহান সোহাগ, করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ রুস্তম আলী, স্থানীয় শিল্পপতি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি