ওমরাহ যাত্রীদের প্রবেশ স্থগিত সৌদি আরবের

শেয়ার বিজ ডেস্ক:
প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে ওমরাহ যাত্রীদের সৌদি আরবে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায়।

ওমরাহর সময় মক্কার আনুষ্ঠানিতার আগে বা পরে যারা মদিনায় মসজিদে নববীতেও যান, আপাতত সেখানেও তাদের প্রবেশের অনুমতি দেয়া হবে না।

বিবৃতিতে বলা হয়েছে, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় যারা ওমরাহ পালন করতে চাচ্ছেন বা মদিনায় মসজিদে নববীতে যেতে চাচ্ছেন তাদের প্রবেশাধিকার সৌদি আরবে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

তবে জুলাই মাসের শেষের দিকে শুরু হতে যাওয়া হজের সময় হজযাত্রীদের ওপর এর প্রভাব পড়বে কি না তা স্পষ্ট নয়।

করোনাভাইরাস কবলিত দেশগুলো ভ্রমণ করেছেন এমন কারও জন্যও সৌদি আরবে প্রবেশ স্থগিত করা হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় যেসব দেশে নতুন করোনভাইরাস ছড়িয়ে পড়ছে সেখানে ভ্রমণ করতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে।

ভাইরাসের বিস্তার ঠেকাতে সৌদি সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করেছে, তার অংশ হিসেবেই ওমরাহ যাত্রীদের ওপর এই কড়াকড়ি।যেসব দেশে করোনাভাইরাস ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে, সেসব দেশের নাগরিকদের টুরিস্ট ভিসাও দেওয়া হবে না। দেশটিতে এখনো কারও এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে শনাক্ত হওয়ার পর মাত্র তিন মাসে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। সংক্রামক ভাইরাসে এরইমধ্যে দুই হাজার সাতশ ১১ জনের মৃত্যু হয়েছে। এতে আক্রান্ত হয়েছে ৮০ হাজার ৩৮৬ জন।