Print Date & Time : 16 August 2025 Saturday 6:27 am

করোনায় আটকে আছেন নরসিংদীর শতাধিক প্রবাসী

শরীফ ইকবাল রাসেল, নরসিংদী: বিশ্বব্যাপী কভিড-১৯-এর কারণে বৈদেশিক আয়ের অন্যতম জোগানদাতা প্রবাসীরা দেশে আটকে পড়ছেন। বিভিন্ন দেশে লকডাউনের কারণে নতুনরাও বিদেশ যেতে পারছেন না। নরসিংদী জেলার শতাধিক প্রবাসীও আটকে পড়ছেন দেশে এসে। ফলে দেশে অনেকেই সর্বস্বান্ত হয়ে হতাশায় ভুগছেন।

‘মুজিববর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান’ এ সেøাগানে গতকাল পালিত হয়েছে এবারের ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’। এবার করোনার আগে ছুটিতে দেশে এসে আটকে পড়েছেন নরসিংদীর কয়েকশ প্রবাসী। আর এরই মধ্যে অধিকাংশ প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় যেতেও পারছেন না। ফলে বিদেশে রেখে আসা আসবাবপত্র, বকেয়া পাওনা ও মূল্যবান কাগজপত্র পাওয়ার পথ দেখছেন না। ফলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন চরমভাবে।

এছাড়া নতুন অভিবাসী গমনের ইচ্ছায় ধারদেনা করে টাকাপয়সা দিয়ে সবকিছু ঠিকঠাক করলেও অনুমতি না মেলায় যেতে পারছেন না তারা। ফলে দেশে আর্থিক, পারিবারিক, সামাজিক ও মানসিকভাবে চরম হতাশায় তারা দিন পার করছেন। প্রবাসী কল্যাণ ব্যাংক নরসিংদী শাখার সূত্রমতে, করোনাকালে মাত্র ২০ ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ঋণ সহায়তা দেওয়া সম্ভব হয়েছে।

পলাশের পারুলিয়া সাধুর বাজারে অবস্থিত মা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ আ. রহিম আকন্দ জানান, করোনায় ছুটিতে দেশে আসায় এবং নতুন করে কেউ বিদেশে যেতে না পারায় নরসিংদীতে বেসরকারি প্রায় দেড় শতাধিক প্রশিক্ষণ কেন্দ্রের জায়গার ভাড়া, বিদ্যুৎ বিলসহ অন্যান্য খরচ বহন করতে গিয়ে মালিকদের আজ পথে বসার উপক্রম হয়েছে। তাই তারা এ বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করছেন। 

সরকারিভাবে বছরে কয়েক হাজার বিদেশগামী মানুষ প্রশিক্ষণ গ্রহণ করতে পারলেও এবার কভিডের কারণে সরকারি সিদ্ধান্তে ১০ মাস ধরে বন্ধ থাকায় স্থানীয়রা প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানান নরসিংদী সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান প্রশিক্ষক বদিউজ্জামান।

করোনার লকডাউনে অনেক অভিবাসী দেশে আটকে পড়েছেন এবং নতুন করে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেও অনুমতি না মেলায় অনেকে বিদেশ যেতে পারছেন না। ফলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের বিষয়ে সরকারের দৃষ্টি দেয়া প্রয়োজন বলে মনে করেন বেসরকারি উন্নয়ন সংস্থা অভিবাসী কর্মী উন্নয়ন সংস্থার (ওকাপ) এলাকা ব্যবস্থাপক মো. বাবুল মিয়া।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. শহিদুল আলম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে করোনাকালে বিদেশফেরত অভিবাসীদের তালিকা প্রণয়নের লক্ষ্যে আবেদন আহ্বান করা হলে প্রায় ৪৭০ ক্ষতিগ্রস্ত অভিবাসী আবেদন করেন। তাদের নামের তালিকা জেলা প্রশাসনে জমা দেয়া হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সূত্রে জানা যায়, উন্নত জীবনধারণ ও সচ্ছলতার আশায় নরসিংদী থেকে প্রায় দুই লাখ ৫৬ হাজারেরও বেশি অভিবাসী বিভিন্ন দেশে অবস্থান করছেন।