শেয়ার বিজ ডেস্ক: করোনা মহামারির মধ্যেও অর্থনীতির চাকা সচল রাখতে পেরেছে চীন। চলতি বছরের প্রথম দুই মাসে (জানুয়ারি-ফেব্রুয়ারি) চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি নাটকীয়ভাবে বেড়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি করোনা মোকাবিলা করে দেশের অর্থনীতিকে পুনরুদ্ধারে অনেকটা সক্ষম বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গতকাল প্রকাশিত দেশটির এক দাপ্তরিক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দেশটির শিল্পোৎপাদন বেড়েছে ৩৫ দশমিক এক শতাংশ। এ প্রবৃদ্ধি বিশ্লেষকদের অনুমাণকেও ছাড়িয়ে গেছে। যদিও করোনা মহামারির লকডাউনের কারণে ২০২০ সালে দেশটির অনেক শিল্প-কারখানা বন্ধ ছিল। একইভাবে করোনাপূর্ব সময়ে ২০১৯ সালের একই সময়ে শিল্প প্রবৃদ্ধি হয়েছিল ১৬ দশমিক ৯ শতাংশ। খবর: বিবিসি, সিনহুয়া।
সম্প্রতি চীন সরকার চলতি ২০২১ সালের জন্য তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছয় শতাংশ নিধারণ করেছে। বিশেষকদের ধারণা, প্রবৃদ্ধি আট শতাংশ উন্নীত হবে। যদিও গত বছর দেশটি কেব্ল দুই দশমিক তিন শতাংশ প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে।
দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর একজন মুখপাত্র লিউ আইয়ু গতকাল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দেশটির অর্থনীতির পুনরুদ্ধার চেষ্টা অব্যাহত থাকবে। যদিও তিনি বলেছেন, অর্থনীতি পুনরুদ্ধারের জন্য এখনও ভারসাম্যহীন রয়েছে।
অন্য একটি পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের এই সময়ে চীনের অর্থনীতিক সূচক ৩৩ দশমিক আট শতাংশ বেড়েছে। আর জুয়েলারি খাতে ৭৮ শতাংশ থেকে বেড়ে ৯৯ শতাংশ হয়েছে। অন্যদিকে গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি শেষে বেকারত্বের হার পাঁচ দশমিক পাঁচ শতাংশ থেকে কমে পাঁচ দশমিক দুই শতাংশে নেমেছে।
চীনের এ প্রবৃদ্ধির পেছনে অর্থনীতিবিদরা দুটি কারণ উল্লেখ করেছেন, এক শক্তিশালী শিল্পোৎপাদন এবং ভোগের তুলনায় রপ্তানির বৃদ্ধি।
জানুয়ারি-ফেব্রুয়ারিতে এফডিআই বেড়েছে ৩৪ দশমিক পাঁচ শতাংশ: এদিকে চলতি বছরের প্রথম দুই মাসে (জানুয়ারি-ফেব্রুয়ারি) চীনের মূল ভূখণ্ডে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আগের বছরের একই সময়ের তুলনায় ৩৪ দশমিক পাঁচ শতাংশ বেড়েছে। এ সময়ে দেশটিতে এফডিআই প্রবাহ দুই হাজার ৬০৭ কোটি ডলারে দাঁড়িয়েছে। পরিষেবা খাতে এফডিআই আগের বছরের তুলনায় ৪৮ দশমিক সাত শতাংশ বেড়ে দুই হাজার ১৭৮ কোটি ডলারে পৌঁছেছে। চীনের পূর্ব, মধ্য ও পশ্চিমাঞ্চল যথাক্রমে ৩২ দশমিক তিন শতাংশ, ১১ দশমিক এক শতাংশ ও ৫০ দশমিক ৯ শতাংশ এফডিআই আকর্ষণ করেছে।
ফেব্রুয়ারিতে গাড়ি বিক্রি বেড়েছে ৩৬৪ শতাংশ: গত মাসে চীনে গাড়ি বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ৩৬৪ দশমিক আট শতাংশ বেড়েছে। সংখ্যার হিসাবে এ সময়ে দেশটিতে গাড়ি বিক্রি ১৪ লাখ ৫৫ হাজার ইউনিটে পৌঁছেছে। সম্প্রতি একটি শিল্প সংস্থার প্রকাশিত তথ্যে এ পরিসংখ্যান উঠে এসেছে।
চীনা অ্যাসোসিয়েশন অব অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (সিএএসএম) জানিয়েছে, গত বছরের এ সময়কালে মহামারিজনিত বিধিনিষেধে গাড়ি বিক্রি ব্যাপক আকারে কমে গিয়েছিল। এ বছর বাজার চাহিদা পুনরুদ্ধার হওয়ায় এ বিশাল প্রবৃদ্ধির দেখা মিলেছে। চলতি বছরের প্রথম দুই মাসে গাড়ি বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ৭৬ দশমিক দুই শতাংশ বেড়ে ৩৯ লাখ ৫৮ হাজার ইউনিটে পৌঁছেছে।
গত মাসে যাত্রীবাহী যানবাহনের বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ৪১০ শতাংশ বেড়েছে। এ সময়ে যাত্রীবাহী যানবাহনের বিক্রি ১১ লাখ ৬০ হাজার ইউনিটে দাঁড়িয়েছে। যেখানে বিদ্যুৎচালিত গাড়ির বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ৫৮৪ দশমিক সাত শতাংশ বেড়ে এক লাখ ১০ হাজার ইউনিটে পৌঁছেছে।
সিএএএম জানিয়েছে, গত মাসে বিদ্যুৎচালিত গাড়িগুলোর উৎপাদন, বিক্রি ও রপ্তানি নতুন রেকর্ড সৃষ্টি করেছে এবং তুলনামূলকভাবে বিস্তৃত আকারে উৎপাদন বজায় রেখেছে।
সিএএএম পূর্বাভাস দিয়েছে, চীনা অর্থনীতির স্থিতিশীল পুনরুদ্ধার এবং অনুকূল নীতিমালার ইতিবাচক প্রভাবের ফলে ভবিষ্যতে গাড়ি শিল্পের অবিচ্ছিন্ন গতি বজায় থাকবে। সেখানে বলা হয়েছে, চীন ফেব্রুয়ারিতে ১৫ লাখেরও বেশি গাড়ি তৈরি করেছে। এটি আগের বছরের একই সময়ের তুলনায় ৪১৮ দশমিক ৯ শতাংশ বেশি।