শেয়ার বিজ ডেস্ক : পটুয়াখালী পৌরসভার মেয়র ও পটুয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতি মহিউদ্দিন আহমেদ করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাংগীর আলম শিপন।
তিনি জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে শুরুর পর থেকে ত্রাণ তৎপরতা থেকে শুরু করে সকল কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। গত দুইদিন ধরে তার শরীর খারাপ (জ্বর, কাশি) লাগার কারণে তিনি করোনা টেস্ট করান।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তার নমুনা রিপোর্ট আসে। রিপোর্টে বলা হয়েছে তার করোনা পজিটিভ।
তিনি আরও জানান, যেহেতু কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়েছে।তিনি সবাইকে বাসায় অবস্থান করার জন্য অনুরোধ জানান। তিনি বর্তমানে বাসায় আছেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন।
পটুয়াখালী সিভিল সার্জন জানান, ‘পটুয়াখালীতে গত ২৪ ঘণ্টায় পৌর মেয়রসহ ৬ জন আক্রান্ত হয়েছেন। জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪০ জন। এদের মধ্যে ২৩ জন সম্পূর্ণ সুস্থ হয়ে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছেন। আক্রান্তদের মধ্যে তিন জন মারা গেছেন। বর্তমানে এদের মধ্যে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ১৪ জন। হোম কোয়ারেন্টাইনে আছেন ৫১০ জন।’