Print Date & Time : 22 July 2025 Tuesday 10:57 pm

করোনায় আক্রান্ত ৩৫ ভাগ রোগীরই উচ্চ রক্তচাপ

শেয়ার বিজ ডেস্ক: দেশে প্রতি চারজনের একজন ভুগছেন উচ্চ রক্তচাপে। আর করোনায় আক্রান্তদের মধ্যে ৩৫ শতাংশেরই রয়েছে উচ্চ রক্তচাপ। যা থেকে বেড়ে যায় হৃদরোগের ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যায়।

বাংলাদেশ জনমিতি স্বাস্থ্য জরিপের সর্বশেষ তথ্যে দেখা যায় দেশে প্রতি চারজনের একজন উচ্চ রক্তচাপে ভুগছেন। এছাড়া, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কোভিড নাইনটিন সম্পর্কিত টেলিহেলথ সেন্টারের গবেষণা বলছে, করোনায় আক্রান্ত রোগিদের ৭২ শতাংশই উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত। এর মধ্যে শুধুমাত্র উচ্চ রক্তচাপ রয়েছে ৩৫ শতাংশ মানুষের। আর উচ্চ রক্তচাপ থাকা ৫ শতাংশ মানুষের রয়েছে হৃদরোগের ঝুঁকি।

করোনা আক্রান্ত হৃদরোগিদের মৃত্যু ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায় তাই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের রাখার পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, অসংক্রামক রোগে মৃত্যুর অন্যতম প্রধান কারণ হৃদরোগ। আর এর জন্য দায়ী উচ্চ রক্তচাপ।